জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ সদর): , আপলোডের সময় : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

আলহাজ্ব আব্দুল কুদ্দুস ভূইয়া বালিকা দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

ময়মনসিংহের নান্দাইলে আলহাজ্ব আব্দুল কুদ্দুস ভূইয়া বালিকা দাখিল মাদ্রাসার বার্ষিক কেরাত, গজল, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৩০জানুয়ারী(মঙ্গলবার) সকাল ১০টা আলহাজ্ব আব্দুল কুদ্দুস ভূইয়া বালিকা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মুহাম্মাদ আলী এহসানী’র সঞ্চলনায় ও জনাব মুহাম্মাদ জসীম উদ্দিন এর সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান কার্য শুরু হয়।

সভাপতি তার উদ্বোধনী বক্তব্যে বলেন ‘প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকগণ দীর্ঘদিন যাবৎ বিনা বেতনে শিক্ষা সেবা দিয়ে আসছেন কিন্তু অত্যন্ত দু:খের বিষয় এটি এখনো এমপিও ভূক্ত হয়নি। তাই প্রতিষ্ঠানটির প্রতি আমি অত্র এলাকার নতুন এমপি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল আব্দুস সালাম(অবঃ) এর সু-দৃষ্টি কামনা করছি।’

এছাড়াও উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন আলহাজ্ব আব্দুল কুদ্দুস ভূইয়া বালিকা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য জনাব মুহাম্মাদ আব্দুল কুদ্দুস, মোহাম্মাদ আলী সোহাগ, আলহাজ্ব আব্দুল কুদ্দুস ভূইয়া বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবুল হাসেম, সহকারী শিক্ষক রমজান আলী, আব্দুল হামিদ (প্রমুখ)।

এসময় কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত পাঠ, জাতীয় পতাকা উত্তোলন, স্কাউট পতাকা উত্তোলন, শপথ বাক্য পাঠ সহ বিভিন্ন কার্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠান কার্য সমাপ্ত হয়।