জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ সদর): , আপলোডের সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

কিশোরগঞ্জে গুরুদয়াল সরকারি কলেজ কর্তৃক পরিবহন সেবা প্রদানের জন্য অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান

কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা নান্দাইল থেকে কিশোরগঞ্জ পর্যন্ত কলেজের পক্ষ থেকে পরিবহন সেবা প্রদানের জন্য স্মারকলিপি প্রদান করেন।

সোমবার (৫ফেব্রুয়ারী) বেলা ১১টায় গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুস্তাকুর রহমান এর নিকট বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদান করেন।

শিক্ষার্থীরা বলেন, অধ্যক্ষ স্যার বলেছেন আপাতত পরীক্ষামূলক ভাবে ৪টি বাস চালু করা হয়েছে, পরবর্তীতে এর ব্যাপ্তি আরো বৃদ্ধি করা হবে।

শিক্ষার্থীরা আরো বলেন, স্যার আমাদের বিষয়টি নিয়ে ইতিপূর্বেই আলোচনা করেছেন বলে আমাদের জানিয়েছেন। আমরা স্যারের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ও পরিপূর্ণ বিশ্বাসী। তিনি আমাদের জন্য সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে আমরা আশাবাদী।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ফয়সাল আল হাসান(মাস্টার্স), আরিফুল ইসলাম( হিসাব বিজ্ঞান বিভাগ),
পঙ্কজ দাস(হিসাব বিজ্ঞান বিভাগ), মুহাম্মাদ পায়েল( হিসাব বিজ্ঞান বিভাগ), আনিসুর রহমান(উদ্ভিদ বিভাগ), ইফতেখার তাহের সৌরভ(হিসাব বিজ্ঞান বিভাগ), মুহাম্মাদ রিকসন মিয়া(ডিগ্রি), জুবায়ের আহমাদ জুয়েল(ব্যবস্থাপনা বিভাগ), মাহমূদা আক্তার(ব্যবস্থাপনা বিভাগ), প্রমুখ।