দিপংকর মন্ডল, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি: , আপলোডের সময় : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

হরিরামপুরে ৩ টি কেন্দ্র এসএসসি পরীক্ষা শুরু

সারা দেশের ন্যায় মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় এসএসসি, দাখিল এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ই ফেব্রুয়ারী) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত উপজেলার ৩ টি কেন্দ্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ উপজেলায় ৩ টি কেন্দ্রে সর্বমোট ১৭৬৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষা কেন্দ্র ৩টি হচ্ছে ১। পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়, ২। ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়, ৩। যাত্রাপুর আদর্শ উচ্চ বিদ্যালয়(ভোকেশনাল কেন্দ্র)।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ কামরুল ইসলাম বলেন, পরীক্ষা সুষ্ঠু, সুশৃংখল, শান্তিপূর্ণ ও নকলমুক্ত করতে উপজেলা প্রশাসনের কার্যক্রম সর্বত্র চলমান থাকবে।

পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান।