বেতাগী (বরগুনা) প্রতিনিধি: , আপলোডের সময় : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

বেতাগীতে অবৈধভাবে বালু উত্তোলন:৫০ হাজার টাকা জরিমানা

বেতাগী বরগুনা প্রতিনিধিঃ

বরগুনার বেতাগীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজারের মালিক মো: শহিদ আকনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (১৮ ফেব্রুয়ারী ) বিকাল ৩ টায় বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের গরিয়াবুনিয়া গ্রামে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজারের মালিক হায়দার আলীর ছেলে শহিদ আকন (৪০) কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) বিপুল সিকদার এ আদেশ দেন।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক গড়িয়াবুনিয়া গ্রামের একাধিক লোক বলেন এলাকার প্রভাবশালী ব্যক্তিদেরকে চাঁদা দিয়েই এই অবৈধ বালু ব্যবসা করেন হায়দার আলী।

সহকারী কমিশনার ভূমি বিপুল সিকদার বলেন, অবৈধভাবে খাল থেকে ড্রাম ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের দায়ে ড্রেজারের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ বলেন, পরিবেশ রক্ষায় অবৈধভাবে বালু উত্তলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।