আনোয়ার হোসাইন জুয়েল, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: , আপলোডের সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

তাড়াইলে দাখিল পরীক্ষায় নকলের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষসহ গ্রেফতার ৩

তাড়াইলে এস‌এসসি/ দাখিল ও সমমানের পরীক্ষা চলাকালীন সকাল অনুমান ১১.০০ ঘটিকার সময় বাহির থেকে উত্তর লিখে পরীক্ষা হলে দেওয়ার সময় সহকারী কমিশনার ভূমি, তাড়াইল মহোদয়ের নিকট হাতে নাতে ধরা পড়ে।

জানা যায়, গতকাল ২২ (ফেব্রুয়ারি) দাখিল পরীক্ষা তাড়াইল থানাধীন সহিলাটি আঃ হালিম হুছাইনিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে গণিত বিষয়ে পরীক্ষা চলাকালীন সকাল অনুমান ১১.০০ ঘটিকার সময় সবার লোক চক্ষুর আড়ালে বাহির থেকে উত্তর লিখে পরীক্ষা হলে দেওয়ার সময় সহকারী কমিশনার ভূমি, তাড়াইল মহোদয়ের নিকট হাতে নাতে ধরে ফেলে। পরে তাদের গ্রেফতার করে থানা হেফাজতে পাঠানো হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে ১। মোঃ আঃ হান্নান, অধ্যক্ষ, ধলা বহুমুখী আলিম মাদ্রাসা, সাং- বড়াপাড়া, থানা- কেন্দুয়া, জেলা- নেত্রকোণা, ২। জুয়েল মিয়া, পিতা- আজিজুল, সাং- উত্তর ধলা, ৩। মহসিন, পিতা- ছাইদুর রহমান, সাং- সেকান্দরনগর, থানা- তাড়াইল, জেলা- কিশোরগঞ্জ।

পরে কেন্দ্র সচিব, দাখিল পরিক্ষা কেন্দ্র তাড়াইল, জনাব মোঃ আঃ সাত্তার, বাদী হয়ে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ১৯৮০ সনের পাবলিক পরীক্ষা ৪২নং আইন ৯ ধারা মোতাবেক শাস্তি পাওয়ার জন্য একটি মামলা দায়ের করেন।