দিপংকর মন্ডল, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি: , আপলোডের সময় : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪ , আজকের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বীমা দিবস উদযাপন

‘করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে রেখে সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পঞ্চম জাতীয় বীমা দিবস উদযাপন করা হয়।

দিবসটি উপলক্ষে মানিকগঞ্জের হরিরামপুরে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ঝিটকা বাজার শাখার আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি বের করে।

শুক্রবার (পহেলা মার্চ) সকাল ১০ দিকে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ঝিটকা বাজার শাখার অফিস হতে এ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ঝিটকা বাজার পদক্ষিণ করে অফিসের সামনে এসে শেষ হয়। র‍্যালি শেষে অফিস কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ঝিটকা বাজার শাখা ইনচার্জ ও ইউনিট ম্যানেজার মো. কামরুল ইসলাম, এফ এ মো. সুমন মিয়া ও মো. সোহেল মোল্লা প্রমুখ।