বেতাগী (বরগুনা) প্রতিনিধি: , আপলোডের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

যুবকের সাহসী ভূমিকায় আগুন থেকে রক্ষা পেল বেতাগী বন্দর

জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যুৎ অগ্নিসংযোগ থেকে বেতাগী বন্দরকে রক্ষা করলেন অপুর্ব কুন্ড নামের এক যুবক।

গত ১৬ মার্চ রাত আনুমানিক দশটার সময় বেতাগী বাজারের সাতরং গার্মেন্টস দোকান সংলগ্ন রোডে বিদ্যুতের ট্রান্সফর্মারে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে বাজারে হুলুস্থুল পরে যায়। শত শত মানুষ রাস্তায় নেমে হৈচৈ করতে থাকে।

এমন সময় অপুর্ব নামের একটি যুবক একটি ষ্টিলের মই নিয়ে বিদ্যুতের পিলারে উঠে অগ্নিনির্বাপক গ্যাস মেরে আগুন নিভিয়ে দেন।

এ বিষয়ে অপুর্ব জানান, আগুন নিভাতে তার পাঁচটি গ্যাসের সিলিন্ডার ব্যবহার করতে হয়েছে। আগুন নিভে যাওয়ার পরে বন্দরের মানুষের মনে স্বস্তি ফিরে আসে।

অন্য দিকে, তার সাহসিকতার জন্য অনেকেই উপজেলা প্রশাসন থেকে তাকে পুরস্কৃত করার জন্য দাবি জানিয়েছেন পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন।