জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ): , আপলোডের সময় : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

কিশোরগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের গণ ইফতার কর্মসূচি পালিত

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ সদর শাখার উদ্যোগে গণ ইফতার মাহফিল পালিত হয়েছে।

২১মার্চ (বৃহস্পতিবার) জেলা শহরস্থ শোলাকিয়া ঈদগাহ মাঠে উক্ত কর্মসূচি পালিত হয়।

এসময় দলটির সদর শাখার সভাপতি ছাত্রনেতা শফিক নোমানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুনায়েদ আহমাদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ছাত্রনেতা ত্বোয়াসিন বিন মুজিব।

বক্তারা বলেন, রমজান মাস হলো সিয়াম সাধনার মাস এই মাসে সকল অন্যায় অশ্লীলতা থেকে বিরত থাকার কথা থাকলেও ছাত্র লীগের গুন্ডা বাহিনী বিরত নেই, তারা বিভিন্ন জায়গায় ইফতার মাহফিলে হামলা করে সাধারণ মুসল্লীদের কষ্ট দিচ্ছে। আমরা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এছাড়াও দলের বিভিন্ন স্থরের দায়িত্বশীল ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।