মো: মনির হোসেন : শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি: , আপলোডের সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

শিবালয়ে প্রায় ৩০০ লোকের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন

মো: মনির হোসেন : শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি:

আজ ০২ এপ্রিল রোজ মঙ্গলবার মানিকগঞ্জ জেলার তেওতা ইউনিয়ন ও শিবালয়ের ঠাকুর কান্দি গ্রামবাসির মাঝে প্রবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার হিসাবে ২৫০ পিস কাপড় ও ৫০ পিস  লুঙ্গী বিতরন করেন মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ  ও সাবেক শিবালয় ‍উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রহিম খান।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিমুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী টুলু।

এসময় আলহাজ্ব আব্দুর রহিম খান বলেন আমি আপনাদের পাশে এখন যে ভাবে আছি সারা জীবন যেন আপনাদের পাশে থেকে কাজ করতে পারি, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে আপনারা আপনাদের মুল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আমি প্রত্যাশা করছি।

তিনি আরো বলেন আমি নির্বাচিত হলে আপনাদের বিভিন্ন সাহায্য-সহযোগিতায় আমার কোন অংশে কম থাকবে না। আপনারা আমাদের এমপি সাহেবের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন।

উক্ত অনুষ্ঠান শেষে শিবালয় ‍উপজেলার আরিচা ঘাটের  আল মুজাদ্দেদ জামে মসজিদে প্রায় ৩ শতাধিক মসুল্লীদের নিয়ে ইফতার মাহফিলে অংশ নেন। এ সময় উক্ত মসজিদের খতিব মাওলানা আলহাজ্ব তাওহীদুর রহমান শিবালয় উপজেলার জনগন ও দেশবাসীর জন্য দোয়া কামনা করেন।