জিয়াউর রহমান (মির্জাগঞ্জ) প্রতিনিধি: , আপলোডের সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

মির্জাগঞ্জে কৃষি জমিতে সেচ দিতে গিয়ে যুবক ফিরলো লাশ হয়ে

পটুয়াখালী মির্জাগঞ্জে কৃষি জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের।

পটুয়াখালীর মির্জাগঞ্জে নাসির উদ্দিন হাওলাদার (৪০) নামে এক যুবক বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন।

তার বাড়ি মির্জাগঞ্জ উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের পশ্চিম সুবিদখালী গ্রামে, তিনি মির্জাগঞ্জের সুফি সাহেব হুজুরের গাড়ির ড্রাইভার ছিলেন, স্বজনরা জানায় আনুমানিক ৩ টা ৩০ মিনিটের সময় তার বাড়ির পাশে জমিতে সেচ দিতে গিয়ে জগ মটর খালের ভিতরে লাগানোর সময় বিদ্যুৎপৃষ্ট হয়, তার শালী দুলাভাইকে খুঁজতে গিয়ে খালের ভিতরে দেখতে পায় তিনি ভাসতেছে, তখন এলাকাবাসী ও স্বজনরা তাকে উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে, তার স্ত্রী এবং দুই সন্তান রয়েছে, তার এই অকাল মৃত্যুতে স্বজনদের কান্নায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।