পটুয়াখালী প্রতিনিধি: , আপলোডের সময় : সোমবার, ৬ মে, ২০২৪ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

পটুয়াখালীর মির্জাগঞ্জে গাঁজাসহ ২ যুবক গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার ৩ নং আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদের শ্রীনগরের মেম্বারের করাতকল সংলগ্ন এলাকা থেকে ৫০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে মির্জাগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গেছে।

গ্রেফতার হওয়া একজন মো: মোরশেদ আলম পারভেজ (২৪) তিনি ময়দা গ্রামের আব্দুল মালেক শিকদারের ছেলে। অপরজন রাকিবুল হাসান (২১) শ্রীনগর গ্রামের রিপন হাওলাদারের ছেলে বলে জানা গেছে। তাছাড়া গ্রেফতার হওয়া মো: মোরশেদ আলম পারভেজ আমড়াগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেও জানা যায়।

অভিযুক্ত মোরশেদ আলম পারভেজ দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে মাদক ব্যবসা পরিচালনা করছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অভিযান পরিচালনাকারী মির্জাগঞ্জ থানার এসআই এনামুল হক বলেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করা হলে সেখান থেকে মোরশেদ আলম পারভেজ ও রাকিবুল হাসান নামে দুই যুবকের কাছে থেকে প্রায় ৫০ গ্রাম গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।

মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান বলেন হ্যা ওই দুই যুবকের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে রবিবার সকালে আদালতে প্রেরন করা হয়েছে। তিনি আরো বলেন মির্জাগঞ্জে মাদককে জিরো টলারেন্স ঘোষনা করা হয়েছে মাদকসেবী ও মাদক বিক্রেতা উভয়কেই আইনের আনতে হবে। সে যেই হোক না কেন কাউকেই ছাড় দেয়া হবেনা।