কবি: স্বপ্না রহমান , আপলোডের সময় : মঙ্গলবার, ৭ মে, ২০২৪ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

বেলা অবেলা : স্বপ্না রহমান

বেলা অবেলা : স্বপ্না রহমান
পৃথিবীর প্রেমে পরেছি প্রেমিক মনে
কামনা বাসনা নেই দেহের সনে
স্পর্শে ওষ্ঠাগত নিরবচ্ছিন্ন নির্জনে
খোঁজে ফিরে মহিয়সীর গহীন-অ গোপনে
অভয়ারণ্য প্রজাপতির বিচরণে
সন্তরণে বাঁধা বেড়ি অতর্কিত আনমনে।।
এক রাজ্য থেকে অন্য রাজ্য
দেশ হতে দেশান্তরি…..
মাতাল মনে স্বর্গ খোঁজে ছুটে চলে পরমেশ্বরী।
বিদ্যাপিঠের মহত্ত্বে, মহিমায় উদ্বেলিত
দেহের বিমারে ম্রিয়মাণ—( মরণাপন্ন)
মনের ক্ষত শোধনে  বিচলিত।
ভুলে থাকার কৌশল
সাগর,  মহাসাগর পাড়ি—
কখনো বা দূর আকাশ ডানা মেলে উড়ে দেখা
নীল নীলিমায় কালো মেঘের ভেলা
ব্যাতিত বেদন তাড়া করে ফিরে
নিঃস্ব হয়ে ঘরে ফিরে বেলা অবেলা।।