চাকরি ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

চাকরির সুযোগ বাণিজ্য মেলায়

১লা জানুয়ারি থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২২। এরমধ্যেই শুরু হয়েছে বিভিন্ন স্টলের জন্য লোকবল নিয়োগ প্রক্রিয়া। তেমনই একটি প্রতিষ্ঠান ইলেক্ট্রো মার্ট লিমিটেড। প্রতিষ্ঠানটি ডিআইটিএফ-২০২২ এর জন্য লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তি অনুসারে আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ই-মেইল অ্যাড্রেসে সিভি পাঠাতে হবে। আবেদনকারীরা ডাকযোগেও আবেদনপত্র পাঠাতে পারবেন।

চূড়ান্ত নির্বাচিতদের নিয়োগ দেওয়া হবে অস্থায়ী ভিত্তিতে। তবে কতজন নিয়োগ দেওয়া হবে, বিজ্ঞপ্তিতে সে বিষয়ে উল্লেখ নেই।

পদের নাম: সেলস এক্সিকিউটিভ (ডিআইটিএফ-২০২২)। আবেদন যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতক পাস। তবে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতার প্রয়োজন নেই। বয়সসীমা: ২৭ বছরের নীচে হতে হবে। বেতন: আলোচনা সাপেক্ষে।

আবেদন যেভাবে : আগ্রহীরা সিভি মেইল করতে পারবেন, career@electromartbd.com.bd এই ঠিকানায়। ডাকযোগে সিভি পাঠানো যাবে করপোরেট অফিস, নুর হোল্ডিংস (লেভেল ৭), ৩৩, সাউথ অ্যাভিনিউ, গুলশান-১, ঢাকা-১২১২- এই ঠিকানায়।