আনোয়ার হোসাইন জুয়েল, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: , আপলোডের সময় : শনিবার, ৮ জুন, ২০২৪ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

তাড়াইলে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান’কে গণসংবর্ধনা

তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ মাঠে উপজেলার সর্বদলীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণের আয়োজনে নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম শাহীনকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (৮ জুন) বিকেল ৫ টায় তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইম দাদ খান নওশাদের সভাপতিত্বে গণসংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু এমপি। সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার মানুষসহ বিভিন্ন সংগঠন ফুলের তোরা দিয়ে নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যানকে শুভেচ্ছা জানান।

এসময় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু বলেন, তাড়াইলের মানুষ লাঙ্গলকে ভালোবাসে, তাই বিপুল ভোটে লাঙ্গলকে জয়ী করেছেন। এখন সবাইকে সাথে নিয়ে উন্নয়নের কাজ এগিয়ে নিতে হবে। তিনি আরও বলেন, যারা ভোট দিয়েছেন শাহীন তাদের চেয়ারম্যান, যারা ভোট দেননি তাদেরও চেয়ারম্যান। তাই কারো প্রতি হিংসা না দেখিয়ে সকলকে সাথে নিয়ে কাজ করতে আহ্বান জানান।

উল্লেখ্য, গত ২৯ মে তৃতীয় ধাপের তাড়াইল উপজেলা পরিষদ নির্বাচনে হেভিওয়েট প্রার্থী তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী’কে (মোটরসাইকেল) সাত হাজার ৪৫১ ভোটের ব্যবধানে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো লাঙ্গল প্রতীক নিয়ে ৩৯ হাজার ৯শ’ ৩ ভোট পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টি মনোনীত জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন।