জিয়াউর রহমান (মির্জাগঞ্জ) প্রতিনিধি: , আপলোডের সময় : সোমবার, ১০ জুন, ২০২৪ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

মির্জাগঞ্জে উপজেলা চেয়ারম্যান আবু বকর, ভা: চেয়ারম্যান শাওন মহিলা ভা: চেয়ারম্যান হাসিনা নির্বাচিত

পটুয়াখালীর মির্জাগঞ্জে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

এতে চেয়ারম্যান পদে খান মো. আবু বকর সিদ্দিকী ( কাপ পিরিচ) সর্বোচ্চ ভোট পেয়ে বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ নিয়ে পরপর তিনবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে চেয়ারম্যান পদে হ্যাটট্রিক জয় করেন তিনি।

রবিবার ( ৯ জুন ) উপজেলার ৪৩ টি ভোটকেন্দ্রে সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকাল ৪ টা পর্যন্ত। রাতে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।

ঘোষিত ফলাফলে খান মো. আবু বকর সিদ্দিকী কাপ পিরিচ প্রতীকে ২৪৮৫০ ভোট পেয়ে বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জহিরুল ইসলাম জুয়েল ( ঘোড়া প্রতীক) পেয়েছেন ২০৮৯২ ভোট।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতীকে ১৬১২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন গাজী ওমর ফারুক শাওন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম সোহাগ মৃধা ( উড়োজাহাজ) পেয়েছেন ১৫৬৮৫ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীকে ২৭৬৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হাচিনা বেগম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আয়শা সিদ্দীকা ( কলস) পেয়েছেন ১৭৯১২ ভোট।

নির্বাচনে বিপুল পরিমাণ পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে ছিলেন। কোথাও থেকে কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন ভোটাররা।

সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ৫৩ হাজার ৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।