জিয়াউর রহমান (মির্জাগঞ্জ) প্রতিনিধি: , আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

মির্জাগঞ্জে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ

পটুয়াখালীর মির্জাগঞ্জে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন এর উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

গত ১২ ই জুন বিকাল ৩ টায় মির্জাগঞ্জ থানার সামনে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত আইজিপি জনাব সেলিম মোঃ জাহাঙ্গীর বি,পি,এম এর পক্ষ থেকে মির্জাগঞ্জে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

১৫০ টি পরিবারের হাতে ত্রান সামগ্রী তুলে দেন আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) ১০ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন আবু আহাম্মদ আল মামুন । এ সময় উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান।

ত্রাণ সামগ্রী বিতরণের সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মির্জাগঞ্জ ইউনিটি শাখা।

ত্রাণ সামগ্রী হাতে পেয়ে সুফিয়া বেগম নামে এক বৃদ্ধা বলেন, বোন্যায় মোর চুলায় রান্না হয় না পুলিশে দেওয়া টেরান পাইয়া আইসগো রানতে পারমু।