জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ): , আপলোডের সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

বর্নিল আয়োজনে তাড়াইলে আ.লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন

বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাড়াইলে প্লাটিনাম জয়ন্তী উদযাপন করা হয়েছে।

রোববার (২৩জুন) বিকেল ৪টায় দলটির উপজেলা কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুল হক ভূঁইয়া মোতাহারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: গিয়াস উদ্দিন লাকী’র সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন,
আজ বাংলাদেশের প্রাচীন, ঐতিহ্যবাহী ও বৃহত্তম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। গত সাড়ে সাত দশক ধরে বাংলাদেশ আওয়ামীলীগের পথচলা ছিল গৌরবোজ্জ্বল। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিসংবাদিত নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামের পথ ধরে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা সহ এদেশের মানুষের যাকিছু মহৎ অর্জন, সবকিছু বাংলাদেশ আওয়ামীলীগের নেতৃত্বেই অর্জিত হয়েছে।

আলোচনা সভা শেষে দলের উপজেলা কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালী বের করে সদর বাজারের মূল সড়ক গুলো প্রদক্ষিণ করে পূনরায় উপজেলা কার্যালয়ে এসে শেষ হয়। পরবর্তীতে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ, তাড়াইল উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক এ.কে মাইনুজ্জামান নবাব, শ্রী শীতল প্রসাদ পাল, ফখরুল ইসলাম, ১নং তালজাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু জাহেদ ভূঁইয়া, ৩নং ধলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফরোজ আলম ঝিনুক, সাংগঠনিক সম্পাদক ইকবাল হুসেন তারেক প্রমুখ।