জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ): , আপলোডের সময় : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

তাড়াইলে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি নবায়ন

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ প্রতিনিধি:

তাড়াইলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কমিটি নবায়ন করা হয়েছে। শনিবার (২২জুন) বিকেল ৩টায় উপজেলা সদর বাজার ট্টলারঘাটস্থ দলীয় কার্যালয়ে থানা সম্মেলন’২৪ অনুষ্ঠিত হয়।

কাউসার আহমাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকরাম হোসাইন আজমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হুসাইন তালুকদার। তিনি বলেন, বর্তমান অসুস্থ ছাত্র রাজনীতির আমূল পরিবর্তন করে ইসলামী রাজনীতির সৌন্দর্য প্রতিষ্ঠায় ‘ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’ বদ্ধপরিকর। অতএব দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিজেকে একজন সৈনিক হিসেবে সাঁজাতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম।

উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ শহিদুল ইসলাম ভূঁইয়া। তিনি বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ একটি আদর্শ রাজনীতির প্লাটফর্ম, এখানে নীতিবানদের বসবাস। কোন অনৈতিক সুবিধাবাদী লোকের ঠাই এই কাফেলায় হবে না। আমরা ২০২৪-২৫সেশনের নতুন কমিটি ঘোষণা করে যাচ্ছি, তাদের মাধ্যমে তাড়াইলের সকল শিক্ষাঙ্গনে আদর্শ রাজনীতি চর্চা হবে। এসময় সভাপতি হিসেবে মুহাম্মাদ আমিরুল ইসলাম, সহ-সভাপতি হিসেবে কাউসার আহমাদ ও সাধারণ সম্পাদক হিসেবে আকরাম হোসাইন আজমানের নাম ঘোষণা করে ১৫সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করা হয়।

পরিশেষে সংক্ষিপ্ত মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান কার্য সমাপ্তি ঘোষণা করা হয়।