জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ): , আপলোডের সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

তাড়াইলে ইসলামী ছাত্র আন্দোলনের তারবিয়াত অনুষ্ঠিত

কিশোরগঞ্জের তাড়াইলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উপজেলা দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮জুন) দুপুর ২টায় উপজেলা সদর বাজার ট্টলারঘাটস্থ কার্যালয়ে দলটির থানা শাখার সহ-সভাপতি মুহাম্মাদ কাউসার আহমাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকরাম হোসাইন আজমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ শহিদুল ইসলাম ভূঁইয়া।

তিনি বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আদর্শ ছাত্র রাজনীতি চর্চার সূঁতিকাগার। এখানে আদর্শবান, দেশপ্রেমিক রাজনীতিবীদ তৈরী করা হয়। দেশ ও জাতির কল্যাণে তারা নিবেদিত প্রাণ। আমরা ইসলামী ছাত্র আন্দোলন তথা পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে প্রচলিত অসুস্থ রাজনীতির আমূল পরিবর্তন ঘটাতে চাই।

অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান কার্য সমাপ্তি ঘোষণা করা হয়।