রায়হান চৌধুরী (কুমিল্লা) প্রতিনিধি: , আপলোডের সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪ , আজকের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

মুরাদনগরে গাছ থেকে পরে বৃদ্ধার মৃত্যু

মো: রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় গাছ থেকে পড়ে মোতালেব মিয়া (৫৫) নামের এক বৃদ্ধার মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার সকালে উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোতালেব মিয়া উপজেলার মির্জাপুর গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোতালেব মিয়ার বাড়ির কাঁঠাল গাছের ডালা পার্শ্ববর্তী তাজুল ইসলামের বাড়ির সীমানার উপর যাওয়ার কারণে তাজুল ইসলাম গাছের ডালা কেটে ফেলার জন্য মোতালিব মিয়া অনেকদিন ধরেই তাগিদ দিতে থাকেন। ঘটনার দিন মোতালিব মিয়া কাঁঠাল গাছে উঠে ডাল কাটতে গেলে ডাল ভেঙ্গে মাটিতে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে।

মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি জানার সাথে সাথেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবারের সাথে কথা বলেছি। আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।