জিয়াউর রহমান (নিজস্ব প্রতিনিধি): , আপলোডের সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

মির্জাগঞ্জে ইউপি প্যানেল চেয়ারম্যান পলাতক: পুনর্গঠনের দাবি মেম্বারদের

জিয়াউর রহমান (নিজস্ব প্রতিনিধি):

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান পুনর্গঠনের জন্য জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেছেন অন্যান্য ইউপি সদস্যরা।

ওই ইউনিয়ন পরিষদের আটজন ইউপি সদস্যের যৌথ স্বাক্ষরিত আবেদন পত্রটি বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) জেলা প্রশাসক কার্যালয় জমা দেয়া হয়।

আবেদন সূত্রে জানা যায়, মির্জাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল বাশার নাসির ও প্যানেল চেয়ারম্যান (৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য) জুয়েল হাওলাদার মামলার আসামী হয়ে পলাতক থাকায় ইউনিয়ন পরিষদের সকল ধরনের সেবা দীর্ঘ মেয়াদী বন্ধ রয়েছে। এভাবে চলতে থাকলে নির্বাচিত সদস্য হিসেবে জনগনকে সেবা দিতে না পারলে ভবিষ্যতে জনগনের রোষানালে পড়তে হতে পারে বর্তমান সদস্যদের। তাই যাতে জনগন সেবা পেতে পারে সেজন্য বাকি ইউপি সদস্যদের মধ্য থেকে প্যানেল চেয়ারম্যান নিয়োগ করে ইউনিয়ন পরিষদ কার্যকর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন তাঁরা।

উল্লেখ্য, মির্জাগঞ্জ ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল বাসার নাসির বিএনপি সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলা মামলার আসামি এবং প্যানেল চেয়ারম্যান জুয়েল স্থানীয় বাসিন্দা খলিলুর রহমান নামের এক ব্যক্তিকে মারধরের মামলার আসামি।