শাকীল অহম্মেদ, বামনা ( বরগুনা)  প্রতিনিধিঃ , আপলোডের সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪ , আজকের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

বামনায় সাংবাদিকদের সাথে ” আলোকিত সমাজ”র নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শাকীল অহম্মেদ, বামনা ( বরগুনা)  প্রতিনিধিঃ
বরগুনার বামনায় সাংবাদিকদের সাথে আলোকিত সমাজের নেতৃবৃন্দ মতবিনিময় সভা করেন।
গতকাল বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় এ সভা অনুষ্ঠিত হয়েছে, মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বামনা আলোকিত সমাজের প্রধান উপদেষ্টা, বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরের কর্ম পরিষদ সদস্য ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক জনাব আব্দুল জলিল আকন্দ। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বামনা উপজেলা শাখার সাবেক আমীর মোঃ হারুন অর রশিদ, বামনা  আলোকিত সমাজের সভাপতি আব্দুল্লাহ আল নোমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বামনা উপজেলা সভাপতি মোঃ রবিউল হাসান সহ বামনা আলোকিত সমাজের নেতৃবৃন্দ।
মত বিনিময় সভায় বক্তারা দল মতের উর্দ্ধে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে সাংবাদিকদের আহ্বান জানান এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে কেউ প্রতিবন্ধকতা তৈরি করলে তারা সহযোগিতার আশ্বাস দেন।