সাইদুল ইসলাম মন্টু (বিশেষ প্রতিবেদক) , আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

বেতাগীতে দুর্নীতিবিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা

‘শুদ্ধাচারে পুনরুদ্ধার’-এ প্রতিপাদ্যে বরগুনার বেতাগীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে জাতীয় সংগীত পরিবেশন, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সকাল সারে এগারটায় বেতাগী বালিকা বিদ্যালয় এন্ড কলেজে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সংগঠনের সভাপতি অধ্যক্ষ রফিকুল আমিনের সভাপতিত্বে এর উদ্বোধন করেন, বেতাগী পৌরসভার মেয়র আলহাজ¦ এবিএম গোলাম কবির, প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম পিন্টু , উপজেলা সচেতন নাগরিক কমিটির সভাপতি এজেডএম বদরুদ্দোজা জুয়েল, বেতাগী থানার তদন্ত কর্মকর্তা আব্দুস সালাম। দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মহসিন খানের সঞ্চালনায় এতে বিষখালী পত্রিকার সম্পাদক আব্দুস সালাম সিদ্দিকী, বেতাগী প্রেস ক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক লায়ন শামীম সিকদার, শিক্ষক ও শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।