রায়হান চৌধুরী (কুমিল্লা) প্রতিনিধি: , আপলোডের সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল

রায়হান চৌধুরী, কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মোরশেদ আলম পদত্যাগ এর দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে একই বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা কোটবাড়ি ১০ বিজিবির ক্যাম্পের সামনের সড়কে প্রায় ঘন্টা ব্যাপী এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে সাধারণ শিক্ষার্থীরা।

পরে ১০ বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির আন্দোলন রত শিক্ষার্থীদের দাবি শুনে ১২ ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। সেই সাথে সাথে শিক্ষার্থীদের ক্লাস রুমে ফিরে যেতে বলেন তিনি।

এদিকে ১২ ঘন্টার মধ্যে কোন ধরনের ব্যবস্থা না নেওয়া হলে আবারও আন্দোলনে নামবে বলে জানিয়ে স্কুলে ফিরে যান শিক্ষার্থীরা। তাদের এ আন্দোলন চলমান থাকবে বলে জানান তারা।

জানা যায় বিগত দিনে প্রধান শিক্ষক নানা কৌশলে স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেন শিক্ষার্থীরা।