রিপোর্টারের নাম , আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

পুতুলের জন্য দোয়া চাইলেন শেখ হাসিনা

আদরের একমাত্র কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের জন্মদিনে সবার কাছে দোয়া চেয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, একটি অনুরোধ করব, আজকে আমার মেয়ে পুতুলের জন্মদিন, সবার কাছে দোয়া চাই।

আজ বৃহস্পতিবার সকালে বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে ধানমন্ত্রী শেখ হাসিনা মেয়ে পতুলের জন্য দোয়া চান।

পুতুল ১৯৭৩ সালের এই দিনে রাজধানী ঢাকায় জন্মগ্রহণ করেন। তার ডাকনাম পুতুল। বাবা বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী প্রয়াত ওয়াজেদ মিয়া। পুতুল তিন মেয়ে ও এক ছেলের মা।

৯ ডিসেম্বর ১৯৭২ সালের তিনি জন্মগ্রহণ করেন। সারা বিশ্বে অটিস্টিক শিশুর অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন পুতুল। তিনি ২০১৩ সালের জুন থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্যের বিশেষজ্ঞ প্যানেলের একজন সদস্য। একজন স্বীকৃতিপ্রাপ্ত মনোবিজ্ঞানী।