আরিফুর রহমান সুজন: , আপলোডের সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

ভূইয়া বাড়ী জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা-দোয়া মাহফিল

মির্জাগঞ্জের ময়দা গ্রামে ঈদ-উল মিলাদুন্নবী উপলক্ষে ভূইয়া বাড়ী জামে মসজিদ কমিটির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল আজ ( শুক্রবার) মাগরিব বাদ অনুষ্ঠিত হয়েছে।

সংক্ষিপ্ত আলোচনায় মহানবী ( সা:) এর জীবন আর্দশের উপর আলোচনা পেশ করেন রহমতপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মাওলানা রুহুল আমীন, আরো বক্তব্য পেশ করেন মাওলানা মোহাম্মদ ইউসুফ গাজী। আরো উপস্থিত ছিলেন “ভূইয়া বাড়ী জামে মসজিদ কমিটির উপদেষ্টা জনাব মোঃ ইউসুফ আলী ভূইয়া, সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আরো অনেক মুসুল্লিরা।

অনুষ্ঠাটি সঞ্চালনা করেন মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ বেল্লাল হোসেন।

ইসলাম, আমল ও ঈমানের উপর আলোচনা করেন বক্তারা। অনুষ্ঠান শেষে দেশ জাতি ও মুসলিম উম্মার রহমত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত মুসুল্লিদের মাঝে তবারক বিতরন করা হয়।