মোঃ শাকিল আহমেদ, বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ , আপলোডের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

বামনা সরকারি কলেজর ২০২৪-২০২৫ এইচএসসি শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

মোঃ শাকিল আহমেদ, বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার বামনায়, বামনা সরকারি ডিগ্রি কলেজের ২০২৪-২০২৫ একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের নবীন বরণ ও ক্লাস উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৯/০৯/২০২৪ রোজ রবিবার বরগুনার বামনা উপজেলার সরকারি ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে বামনা ডিগ্রি কলেজর আয়োজনে ২০২৪-২০২৫ এইচএসি শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুস সালাম, এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোঃ আবুল কালাম আজাদ আকন রানা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ এনায়েত কবির হাওলাদার, উপজেলা বিএনপির সিনিয়র সদস্য আহ্বায়ক কমিটি মোঃ সালাহ উদ্দিন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক মোঃ ইসা খন্দকার, হাফেজ মোঃ সাইদুর রহমান আমীর উপজেলা জামাতে ইসলামী বাংলাদেশ, মোঃ সাইফুল্লাহ মানসুর সেক্রেটারী উপজেলা জামাতে ইসলামী বাংলাদেশ।

এ সময় অনুষ্ঠানে ফুল ও শিক্ষা উপকরণ দিয়ে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।