মোঃ শাকিল আহমেদ, বামনা( বরগুনা) প্রতিনিধিঃ , আপলোডের সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

বামনায় জাতীয় কন্যা শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা

মোঃ শাকিল আহমেদ, বামনা( বরগুনা) প্রতিনিধিঃ

আজ ৩০ সেপ্টেম্বর, জাতীয় কন্যাশিশু দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য ‘কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’।

দিবসটি ঘিরে নানান কর্মসূচি হাতে নিয়েছে সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থা। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দিবসটি উদযাপনে অধীনস্ত জেলা ও উপজেলা দপ্তরগুলোকে কর্মসূচি গ্রহণের নির্দেশনা দিয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তর।
২০০৩ সালে কন্যাশিশুদের সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় ৩০ সেপ্টেম্বরকে জাতীয় কন্যাশিশু দিবস ঘোষণা করা হয়।

বরগুনার বামনায় আজ ৩০ সেপ্টেম্বর রোজ সোমবার বেলা ১১ ঘটিকায় বামনা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাফরিন জাহান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান , বামনা থানার অফিসার ইনচার্জ মোঃ হারুন হাওলাদার। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ মাহমুল হাচিব, ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।