ডেস্ক রিপোর্ট: , আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১ , আজকের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

দুর্নীতি মামলায় এমপি হারুনের সাজা বহাল

দুর্নীতি মামলায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনপি’র সংসদ সদস্য হারুন আল রশিদের পাঁচ বছরের সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। আপনি কে আমার দুই আসামির ব্যবসায়ীক এনায়েতুর রহমান গাড়ি ব্যবসায় ইস্তিয়াক সাদিকের সাজা বহাল রেখেছেন।

বৃহস্পতিবার ৯ডিসেম্বর বিচারপতি মোহাম্মদ সেলিমের এক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

হারুন অর রশিদ এমপি কে ২০১৯ সালের ২১ অক্টোবর ৫ বছরের দণ্ড দিয়ে কারাগারে পাঠান আদালত। ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এ রায় দেন।

এসময় তাকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়। আরো ৭ মাসের কারাদণ্ড দেয়া হয়। পরে এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন হারুন।

তিনি বলেন তেজগাঁও থানায় মামলা হয় ২০০৭ সালের ১৭ ই মার্চ মামলার বাদী পুলিশের উপ-পরিদর্শক ইউনুস আলী।