জুবায়ের আহমাদ জুয়েল,(কিশোরগঞ্জ প্রতিনিধি): , আপলোডের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

তাড়াইলে ইসলামী আন্দোলন বাংলাদেশের আলোচনা সভা ও দোয়া

জুবায়ের আহমাদ জুয়েল,(কিশোরগঞ্জ প্রতিনিধি):

বৈষম্য বিরোধী আন্দোলনে শাহাদাতবরণকারী ও আহতদের সুস্থতা কামনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলার ২নং রাউতি ইউনিয়ন শাখার উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫অক্টোবর) বিকেল তিনটায় রাউতি বাজরে দলটির ইউনিয়ন সভাপতি মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোঃ মাসউদুর রহমান ও মোঃ নাহিদুল আলম নাদিমের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সভাপতি মাওলানা এনামুল হক (বড় হুজুর), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সেক্রেটারী হাফেজ মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, স্বৈরাচার সরকারকে হটানোর জন্য এদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যনারে গণঅভ্যুত্থান সৃষ্টি হয়েছিল। তারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশকে জালিমের হাত থেকে রক্ষা করেছে। আমরা এই আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করি।

এসময় আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুর রউফ, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন জিহাদী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার অর্থ সম্পাদক মুহাম্মাদ শহিদুল ইসলাম ভূঁইয়া, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সভাপতি দেলোয়ার হোসেন হাতেম, বাংলাদেশ মুজাহিদ কমিটি তাড়াইল উপজেলা শাখার ছদর হাফেজ তাজুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সভাপতি মুহাম্মাদ আবুল কালাম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সভাপতি হাফেজ মুহাম্মাদ আমিরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ২নং রাউতি ইউনিয়ন শাখার দপ্তর সম্পাদক মোঃ মানিক মিয়া, দারুল হুদা কাসেমুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা জামাল উদ্দিন, সদস্য মোঃ শরীফুল ইসলাম (প্রমুখ)।