জিয়াউর রহমান (মির্জাগঞ্জ) প্রতিনিধি: , আপলোডের সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪ , আজকের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

মির্জাগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ২১৮ পিচ ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

পটুয়াখালীর মির্জাগঞ্জে ২১৮ পিচ ইয়াবাসহ মোঃ জুয়েল মৃধা(৩১)নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।সোমবার দিবাগত রাতে সেনাবাহিনীর ক্যাপ্টেন রিমান রাফিন নিশাতের নেতৃত্বে জুয়েলের বাড়ি- ঘর থেকে গ্রেফতার করে যৌথবাহিনি। গ্রেফতারকৃত উপজেলার আমড়াগাছিয়া গ্রামের মোঃ বারেক মৃধার ছেলে।

ক্যাপ্টেন রিমান রাফিন নিশাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী জুয়েল মৃধার বাড়িতে অভিযান চালায়। দীর্ঘক্ষণ তল্লাশি শেষে তার বসতঘর থেকে ২১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জুয়েলকে গ্রেফতার করে তাৎক্ষণিকভাবে মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

মির্জাগঞ্জ থানার ওসি মোঃ শামীম আহম্মেদ বলেন, আটককৃত জুয়েল মৃধার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত অন্যান্যদের খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে।