বেতাগী (বরগুনা) প্রতিনিধি: , আপলোডের সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪ , আজকের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

বেতাগীতে ভোক্তা অধিকারের অভিযানে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার বেতাগীতে পাঁচটি প্রতিষ্ঠানের ১৬ হাজার ৫ শত টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরগুনা জেলা কার্যালয়ের কর্মকর্তারা। গতকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত বেতাগী পৌর শহরের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরগুনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস অভিযানের নেতৃত্ব দেন। এ সময়ে বেতাগী থানার পুলিশের সদস্যরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাকে সহযোগিতা করে।

বরগুনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস বলেন, বাজারে পণ্যের মান তদারকির নিয়মিত অংশ হিসেবে বেতাগীতে অভিযান চালানো হয়। এ সময় মূল্য তালিকা না থাকা, অতিরিক্ত লাভে পণ্য বিক্রি ও ভারত থেকে আমদানিকৃত পণ্যে আমদানিকারকের সিলমোহর না থাকায় ডিম, মুদি ও কাঁচা বাজারে অভিযান চালিয়ে ৫টি দোকানে ১৬ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।