রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ , আপলোডের সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

মুরাদনগরে ১১কেজি গাঁজাসহ দুই নারী আটক

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরে অভিযান পরিচালনা করে ১১কেজি গাঁজাসহ বিলকিস ও ফেরদৌসী নামের ২জন মহিলাকে আটক করেছে পুলিশ। বিলকিস বেগম(২৮) নরসিংদী জেলার কাচারীকান্দি গ্রামের আমজাদ হোসেন মানিকের স্ত্রী এবং ফেরদৌসী(২৩) বাগেরহাট জেলার মোল্লার হাট থানার মোঃ তৌহিদুল ইসলামের কন্যা।

পুলিশের তথ্যমতে, গত বুধবার (১৭ অক্টোবর) সাড়ে পাঁচটায় উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে অবস্থিত ইসলামীয়া ফার্মেসিতে এসআই মোঃ আলমগীরের নেতৃত্বে মুরাদনগর থানা পুলিশের একটি ফোর্স অভিযান পরিচালনা করে। মধ্যবয়সী ২জন মহিলার নিকট তল্লাশি চালিয়ে ১১কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মুরাদনগর থানার ওসি মাহবুবুল হক বলেন, গ্রেফতার হওয়া দুই জন মহিলার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মামলার তদন্তভার এসআই মোহাম্মদ মোসলেহ উদ্দিনের নিকট প্রদান করা হয়েছে।