বেতাগী (বরগুনা) প্রতিনিধি: , আপলোডের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪ , আজকের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

বেতাগীতে গাছ চাপায় কৃষকের মৃত্যু

বরগুনায় বেতাগীতে ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে সৃষ্ট ঝড়ো হাওয়ায় গাছ চাপায় আশ্রাব আলী (৬১) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মোকামিয়া ইউনিয়নের কিসমত ছোট মোকামিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আশ্রাব আলী হাওলাদার উপজেলার সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কিসমত করুনা গ্রামের মৃত. জোনাব আলী হাওলাদারের ছেলে। তিনি পানের বরজে কাজ করতেন। তার তিন ছেলে ও দুই মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে আশ্রাব আলী পান বরজে কাজ করতে বাড়ি থেকে রওনা হন। পথে হঠাৎ ঝড়ো বাতাসে চাম্বল গাছের ডাল ভেঙ্গে আশ্রাব আলীর মাথার পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. পিঞ্জয় কুমার বিশ্বাস কৃষক আশ্রাব আলীকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. একরামুল হক বলেন, ঝড়ে গাছ পরে আশ্রাফ আলী একজনের মৃত্যু হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ বলেন, বিষয়টি আমি জেনেছি। উপজেলা প্রশাসন থেকে নিহতের পরিবারকে তাৎক্ষনিক খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। জেলা প্রশাসন থেকে আর্থিক সহায়তা করা হবে।