আশরাফুজ্জামান সরকার (গাইবান্ধা) প্রতিনিধি: , আপলোডের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

গোবিন্দগঞ্জে আলোকসজ্জা দিয়ে দীপাবলি উদযাপন

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রয়াতের আত্মার শান্তি কামনা ও পৃথিবী থেকে অশুভ অন্ধকার দূর করতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে আলোকসজ্জার মধ্য দিয়ে দীপাবলি উদযাপন করা হয়েছে। প্রদীপ প্রজ্জলন, আলোকসজ্জা, সৌন্দর্য বর্ধণ, শাস্ত্র পাঠ, পূজা অর্চনা এবং ভক্তিগীতির আয়োজন ছিল এ উৎসবে। সনাতন ধর্মাবলম্বীরা এতে অংশ নিয়ে প্রয়াতের জন্য প্রার্থনা করেন ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে গোবিন্দগঞ্জ বাসুদেব বাড়ী ঠাকুরবাড়ী মন্দিরে এ উৎসবের অয়োজন করে মন্দির কমিটি।

এছাড়াও শ্মশান কমিটির পক্ষ থেকে শ্মশানের কালি, শিব মন্দির সহ অন্যান্য মন্দির বিশ্রমাগার, মুক্তি ধাম, সড়ক সহ সব স্থাপনায় প্রদীপ প্রজ্জ্বল করা হয় । পুরো শ্মশানকে অলোকের ঝর্না ধারায় উদ্ভাসিত করা হয় পরিস্কার-পরিচ্ছন্ন ও শোভাবর্ধনের কাজ আগেই সম্পন্ন করা হয় কমিটির পক্ষ থেকে।