আশরাফুজ্জামান সরকার (গাইবান্ধা) প্রতিনিধি: , আপলোডের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

পলাশবাড়ী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক হামিদুল হক মন্ডলের জন্মবার্ষিকী উদযাপন

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার গণমাধ্যম কর্মীদের প্রাণের সংগঠন পলাশবাড়ী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ দৈনিক জনসংকেত ও দৈনিক ডেল্টা টাইমস পত্রিকার পলাশবাড়ী উপজেলা প্রতিনিধি হামিদুল হক মন্ডলের জন্মদিন পালন করা হয়েছে।

পলাশবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে পলাশবাড়ী প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি শাহ আলম সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পাপুল সরকারের সঞ্চালনায় ১ নভেম্বর শুক্রবার রাতে প্রেসক্লাব কার্যালয়ে আনন্দঘন পরিবেশে কেক কর্তন ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে তার জন্মদিন পালন করেছে সহকর্মীগণ।

এসময় পলাশবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি আশরাফুজ্জামান সরকার, প্রচার প্রকাশনা ও সাহিত্য সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিদুষ রায়, দপ্তর সম্পাদক মিলন মন্ডল, কার্যকরী সদস্য মতিয় রহমান লাভলু, আব্দুর রহমান সবুজ, সদস্য সাইদুর রহমান, মশফেকুর রহমান মিল্টন, ওমর ফারুক, আল মাহামুদজ্জামান, মাসুদ রানা উপস্থিত ছিলেন।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি মান্নান শেখ রানা, সহ-সভাপতি মিজানুর রহমান মিলন, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক শাহারুল ইসলাম, পলাশবাড়ী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, আমিরুল ইসলাম কবির প্রমূখ।

কেক কর্তনের আগে সাংবাদিক হামিদুল হক মন্ডলের জন্য দোয়া করেন সহকর্মীগণ। এসময় তারা সাংবাদিক হামিদুল হক মন্ডলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।