মোঃ শাকিল আহমেদ, বামনা(বরগুনা) প্রতিনিধি: , আপলোডের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪ , আজকের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

বামনায় জাতীয় যুব দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

মোঃ শাকিল আহমেদ, বামনা(বরগুনা) প্রতিনিধি:
‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস-২০২৪ পালিত হয়েছে ।
আজ শুক্রবার (০১ নভেম্বর) সকাল ১০ টায় যুব উন্নয়ন অধিদফতরের আয়োজনে একটি বর্ণাঢ্য যুব র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের মিলনায়তনে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ খায়রুল আলম খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আবুল কালাম আজাদ রানা, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ হাবিবুর রহমান প্রমূখ।
অনুষ্ঠান শেষে যুবদের মাঝে প্রশিক্ষণ ভাতা, যুব ঋণ ও সনদ বিতরণ করা হয়।