সিলেট প্রতিনিধি: , আপলোডের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪ , আজকের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

লেট দক্ষিণ সুরমা আলমপুর ফায়ার সার্ভিসের বাসায় অগ্নি-নির্বাপনী-মহড়া

সিলেট প্রতিনিধি :

সিলেটের দক্ষিণ সুরমা আলমপুরস্থ ফায়ার সার্ভিসের উদ্যোগে সিলেট সিসিকের ২৭ নং ওয়ার্ডের হবিনন্দী এলাকায় বাসায় বাসায় অগ্নি নির্বাপনী মহড়া অনুষ্ঠিত হয়েছে।
১০ নভেম্বও ২৪ইং (রোববার) সকাল ১১টায় হবিনন্দী মরহুম জিল্লু মঞ্চিলে এলাকার বাসা বাড়িতে পুরুষ ও মহিলাদের গণসচেতনার লক্ষ্যে দক্ষিণ সুরমা আলমপুরস্থ সার্ভিস কর্তৃপক্ষ এ উদ্যোগ গ্রহণ করা হয়ে থাকে। অগ্নি নির্বাপনী মহড়ায় বিশেষ করে মহিলাদের দেখানো হয় কি ভাবে বাসা বাড়িতে আগুন লাগলে নির্বাপন করতে হয় সেই পদ্ধতি একটি সিলিন্ডার গ্যাসের মাধ্যমে দেখিয়ে থাকনে।
উক্ত মহড়ায় নেতৃত্ব দেন দক্ষিণ সুরমা আলমপুরস্থ অফিসের টিম লিড়ার তৌফিক আহাম্মেদ চৌধুরী, ফায়ার ফাইটার শাহ জালাল, রফিকুল ইসলাম, আব্দুর রাজ্জাক, ড্রা. সঞ্চয় কুমার বক্ত, সাংবাদিক আবুল কাশেম রুমনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ প্রমুখ।