জুবায়ের আহমাদ জুয়েল, (কিশোরগঞ্জ): , আপলোডের সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪ , আজকের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

তাড়াইলে খেলাফত মজলিসের দাওয়াতি মজলিস ও মতবিনিময় সভা

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের তাড়াইলে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মজলিস ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ নভেম্বর) মাগরিব নামাজের পর উপজেলার ৪নং জাওয়ার ইউনিয়নের উদ্যোগে বেলংকা নতুন বাজারে উক্ত দাওয়াতি মজলিস ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ খেলাফত মজলিস ৪নং জাওয়ার ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা সাইদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা শাহ জাহানের সঞ্চালনায় দাওয়াতি মজলিস ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সংগঠনের কেন্দ্রীয় সহ-বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, তাড়াইলের সেকান্দরনগর জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদীস মাওলানা ফখরুদ্দীন, তাড়াইল-সাচাইল দারুল হুদা কাসেমুল উলূম মাদরাসার মুহাদ্দিস মাওলানা সাঈদুর রহমান, ইছাপশর জামিয়াতুল ইসলাহ আল মাদানিয়া মাদ্রাসার শাখুল হাদীস মুফতী মুসলেহুদ্দীন কাসেমী,নাজেমে তালীমাত মাওলানা বুরহানুদ্দীন, বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমাদ, বাংলাদেশ খেলাফত মজলিস তাড়াইল উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল হাই, সহ-সভাপতি মাওলানা আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা লুৎফুর রহমান, সহ.সাংগঠনিক সম্পাদক মুফতী এনায়েতুল্লাহ আল মুজতাবা, প্রচার সম্পাদক মাওলানা আবু হানিফা নির্বাহী সদস্য মাওলানা মুফিজুল হক, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা আতাউর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস জাওয়ার ইউনিয়ন শাখার সহ-সভাপতি মাওলানা আতাউল্লাহ খান, বাংলাদেশ খেলাফত মজলিস দামিহা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ক্বারী মিজানুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস দিগদাইড় ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক মাওলানা আবু বকর, সাংগঠনিক সম্পাদক মাওলানা মামুন, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস তাড়াইল উপজেলা শাখার সাবেক সভাপতি মুহাম্মাদ আল মামুন (প্রমুখ)।

বক্তাগণ এদেশে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ-মানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের ব্যানারে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান। পরিশেষে দেশ, জাতি ও মানবতার মুক্তি কামনায় মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান কার্য সমাপ্তি ঘোষণা করা হয়।