মোঃ রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ , আপলোডের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

মুরাদনগরে সাবেক চেয়ারম্যানের মৃত্যুতে বিএনপির শোক প্রকাশ

মোঃ রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
মুরাদনগর উপজেলার চাপিতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মামুনুর রশীদ ভুইয়া(৬২) রাত ১১.৩০মিনিটের সময় ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

তিনি বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতা জনিত কারণে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যু কালে তিনি স্ত্রী ও ১ছেলে ১মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ আসর চাপিতলা হাই স্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফনের কথা রয়েছে।

মামুনুর রশীদ ভুইয়ার এই মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ গভীর শোক প্রকাশ করেন। এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। মুরাদনগর উপজেলা বিএনপির পক্ষ থেকে একটি শোক বার্তা প্রকাশ করা হয়েছে।