জিয়াউর রহমান (মির্জাগঞ্জ) প্রতিনিধি: , আপলোডের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

আমরা জনগণের সেবক হবো,আমরা জনগণের শাসক হবো না: কুট্টি সরকার

পটুয়াখালীর মির্জাগঞ্জে ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি।

শনিবার ( ১৬ নভেম্বর) বিকাল ৪ টায় উপজেলা কোর্ট এলাকা থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রং-বেরঙের ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড হাতে নিয়ে বিশাল এক বর্ণাঢ্য র‍্যালী বের করেন। এসময় তাদের সাথে ব্যান্ড পার্টির সদস্যরা সানাইয়ের শ্রুতিমধুর সুরে ও ঢোলের শব্দে মুখরিত করে তুলে। র‍্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

র‍্যালীপূর্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি।

প্রধান অতিথি বলেন, আমরা জনগণের সেবক হবো আমরা জনগণের শাসক হবো না, আপনারা দরজা জানালা খুলে ঘুমাবেন, কোন সন্ত্রাস, চাঁদাবাজ, ডাকাত থাকবে না,

উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নুর সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি আহসানউল্লাহ পিন্টু সিকদারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য মোস্তাক আহমেদ পিনু, পটুয়াখালী পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন প্রমুখ।

বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনী ও তাঁর তাৎপর্যপূর্ণ অবদান এবং ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের ইতিহাস ঐতিহ্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন।