জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ প্রতিনিধি):
কিশোরগঞ্জের তাড়াইলে মাজারে ওরসের নামে মদ, জুয়া এবং নর্তকীদের অশ্লীল নৃত্য প্রদর্শনী ও অনৈসলামিক শিরক, বিদআত কার্যক্রম পরিচালনা করার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭নভেম্বর) বাদ যোহর ইমাম-উলামা পরিষদের উদ্যোগে উপজেলা সদরস্থ দারুল হুদা কাসেমুল উলুম মাদ্রাসা চত্বরে উক্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইমাম-উলামা পরিষদের সভাপতি মাওলানা ফয়েজ উদ্দীনের সভাপতিত্বে ও
দারুল হুদা কাসেমুল উলূম মাদরাসার মুহাদ্দিস মাওলানা লুৎফুর রহমান ও মুফতী এনায়েতুল্লাহ আল মুজতাবার যৌথ সঞ্চালনায় এতে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, জাওয়ার ইমদাদুল উলুম মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা আইনুল ইসলাম, সেকান্দর নগর জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার মুহতামিম শায়খুল হাদিস মাওলানা ফখরুদ্দীন, ইমাম-উলামা পরিষদ তাড়াইল উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, খেলাফত মজলিস তাড়াইল উপজেলা শাখার সভাপতি মাওলানা আজিজুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস তাড়াইল উপজেলা শাখার সভাপতি মাওলানা আবদুল হাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সভাপতি মাওলানা এনামুল হক (বড় হুজুর), জামিয়াতুল ইসলাহ আল মাদানিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মোস্তফা হোসাইন, শিক্ষা সচিব মাওলানা বোরহান উদ্দীন, ইমাম উলামা পরিষদের উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা বোরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুর রউফ, সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ এমদাদুল্লাহ্, সদর ইউনিয়ন সভাপতি হাফেজ মাওলানা এমদাদুল্লাহ্, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শামছুজ্জামান, ধলা ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা কুতুব উদ্দিন, জাওয়ার ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আবদুর রহীম, রাউতি ইউনিয়ন শাখার সভাপতি মুফতি শহীদুল ইসলাম, মাদরাসাতুল ইহসান লি-তালিমিল কুরআন -এর মুহতামিম হাফেজ মারুফ বিল্লাহ্, বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা শফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সাধারন সম্পাদক হাফেজ মাওলান শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, মুফতি আরিফ বিল্লাহ্ কাসেমী, মাওলানা আবদুল মাজিদ, মাওলানা রফিকুল ইসলাম রাহমানী, মুফতি নুরুদ্দীন আহমাদ, মুফতি আবদুল কাদির, হাফেজ মাওলানা সাইদুল হক (প্রমুখ)
পরিশেষে সভাপতির দোয়ার মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।