বেতাগী (বরগুনা) প্রতিনিধি: , আপলোডের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

বেতাগীতে প্রেমের প্রস্তাবে ব্যর্থ হয়ে কুপিয়ে জখম : যুবক গ্রেফতার

বরগুনার বেতাগীতে বখাটে যুবক বিদ্যালয়ের এক ছাত্রীকে ধারালো দেশীয় অস্ত্র রানদা দিয়ে কোপানের অভিযোগে মো : হাসান সিকদার (২৬) কে গ্রেফতার করছে পুলিশ । আজ মঙ্গলবার দুপুরে বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

এলাকা সূত্রে জানা গেছে, ঘটনার সাথে জড়িত উপজেলার বিবিচিনি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গাবুয়া গ্রামের হক মিয়া সিকদারের ছেলে হাসান সিকদার (২৩) দ্রুত পালিয়ে যায়। এসময় বিদ্যালয়ে সাধারণ ছাত্র /ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তাৎক্ষনিকভাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বজলুর রহমান বেতাগী থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মো : হালিম গণমাধ্যমকে বলেন, বেতাগীর পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রী তৃষা আক্তারকে প্রায় ১৮ ইঞ্চি বড় দাঁড়ালো দা দিয়ে আঘাত করার খবর পেলে পুলিশ উদ্ধার করে দ্রুত উন্নত জন্য জন্য বরিশালে প্রেরণ করে,

তিনি আরো বলেন, সঙ্গে সঙ্গে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মোঃ হাসান সিকদার কে গ্রেফতার করা হয়েছে। ”

দীর্ঘদিন ধরে তিশাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল হাসান কিন্তু তিশা রাজি না হওয়াতে এই হামলা চালিয়েছে, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাসান কোপানোর বিষয় স্বীকার করেছে।

এদিকে ভুক্তভোগী ছাত্রীকে প্রাথমিক চিকিৎসার জন্য বেতাগী হাসপাতালে পাঠালেও কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বিভাগী সদর বরিশাল শের-ই- বাংলা হাসপাতালে প্রেরণ করেছেন।