মোঃ রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ , আপলোডের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

মুরাদনগরে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

মোঃ রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২৭ হাজার ৯ শত ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নগদ অর্থ, উপশী শাকসবজি, হাইব্রিড সবজির বীজ, রবি শস্য, বোরো (উফসি) ও বোরো (হাইব্রিড) বীজ ও সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার কবি নজরুল মিলনায়তনে ২০২৪-২৫ অথর্বছরের কৃষি পুর্নবাসন, প্রণোদনা কর্মসূচি আওতায় প্রণোদনা প্রদান করে উপজেলা প্রসাশন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খান।

উপ সহকারি কৃষি কর্মকর্তা মাজহারুল ইসলামের উপস্থাপনায় স্বগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু। এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলী, পল্লী উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম, সহকারী প্রোগ্রামার রিফাত আহম্মেদ, উপ-সহকারী কৃষি অফিসার খলিলুর রহমান, মোশাররফ হোসেন সরকার প্রমূখ।