মোঃ শাকিল আহমেদ, বামনা ( বরগুনা)  প্রতিনিধিঃ , আপলোডের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

বামনায় মহিলা কলেজে নবীন বরণ ও অভিষেক অনুষ্ঠান

মোঃ শাকিল আহমেদ, বামনা ( বরগুনা)  প্রতিনিধিঃ

বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রী কলেজ বরগুনার বামনায় ২০২৫-২৬ শিক্ষাবের্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও কলেজ গভর্ণিং বডির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিখিল রঞ্জন পোদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজ গভর্ণিং বডির সভাপতি ফারজানা ইয়াসমিন, সদস্য খান মোঃ জহিরুল ইসলাম, কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসান, বামনা সদর আর রশিদ ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাঃ ইউনুস আলী, বামনা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুস সালাম, পাথরঘাটা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মুহাম্মাদ মহসিন কবীর, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ এনায়েত কবির হাওলাদার, বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ হাবিবুর রহমান, শিক্ষার্থী মহসিনা জাহান প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য মোঃ সালাউদ্দিন হাওলাদার, কলেজের শিক্ষক ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।