কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: , আপলোডের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

কাঠালিয়া গরিবের বন্ধু সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে গরিবদের মাঝে শীতবস্ত বিতরণ

কাঁঠালিয়া প্রতিনিধি:
কাঠালিয়া উপজেলা গরিবের বন্ধু সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ২৯ নভেম্বর বৃহস্পতি বার দুপুরে প্রতি সপ্তাহে মতন দুপুরে খাবারে পরে,  ৫৫ টি শীতবস্তু (কম্বল)  গরিবের মাঝে বিতরণ করেন।
এসময়  প্রধান অতিথি মো.নাঈম আহমেদ ম্যানেজার রূপালী ব্যাংক কাঠালিয়া উপজেলা  শাখা, গরিবের বন্ধু সমাজকল্যাণ সংস্থা একটি সামাজিক প্রতিষ্ঠান। তারা এ সংস্থার মাধ্যমে ভিক্ষুক  ও সাধারণ মানুষের জন্য কাজ করার জন্য তাদের এই মহতী উদ্যোগকে স্বাগত জানায়। মো.মামুন হোসেন পরিসংখ্যান অফিসার কাঠালিয়া, মোঃ নকিরুল ইসলাম  ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমুয়া ইউনিয়ন পরিষদ, মো. ইসরাফিল  তালুকদার পরিবার পরিকল্পনা পরিদর্শক কাঠালিয়া’ তিনি ব’লেন-মানুষ মানুষের জন্য’ দরিদ্র অসহায় মানুষের  সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালী সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের জন্য দাড়াঁনো। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত। প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের সহায়তায়। গরিবের বন্ধু সমাজ কল্যাণ সংস্থার সকল সদস্যকে স্বাগত জানাই মহৎ কাজের উদ্যোগের জন্য।
মোঃ হেলাল উদ্দিন খান সাধারণ সম্পাদক গরিবের বন্ধু সমাজকল্যাণ সংস্থা, মোঃ বাদল হাওলাদার সভাপতি গরিবের বন্ধু সমাজকল্যাণ সংস্থা, এসময়  উপস্থিত ছিলেন গরিবের বন্ধু সমাজকল্যাণ সংস্থার- দপ্তর সম্পাদক  সফিকুল ইসলাম শাওন।
শীতবস্ত্র পেয়ে হামিদা ভান্ডারী  নামে এক ব্যক্তি বলেন, গরিবের বন্ধু  সমাজকল্যাণ সংস্থা যে শীতবস্ত্র দিয়েছে তাতে আমাদের খুবই উপকার হবে। আমি খুবই আনন্দিত ও খুশি হয়েছি।