নোয়াখালী প্রতিনিধি , আপলোডের সময় : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১ , আজকের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

হাইকোর্টের আদেশে নোয়াখালীতে এক ইউপির নির্বাচন স্থগিত

নোয়াখালীর চাটখিলের নোয়াখলা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করেছে উচ্চ আদালত।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ইব্রাহিম খলিলের রিট আবেদনের আলোকে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম বলেন, নোয়াখোলা ইউপি নির্বাচন স্থগিতের হাইকোর্টের আদেশের একটি অনুলিপি পেয়েছেন। তবে নির্বাচন কমিশন থেকে এ বিষয়ে এখনো কোনো নির্দেশনা পাননি। নির্বাচন কমিশনের আদেশ পেলে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

তিনি জানান, হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়ন পরিষদের নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত রাখার জন্য সিদ্ধান্ত প্রদান করেছে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী উপজেলার ১৮টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে।