জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: , আপলোডের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

তাড়াইলে উপজেলা প্রশাসনের যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের তাড়াইলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার ত্বপোধ্বনীর মাধ্যমে কর্মসূচীর শুরু হয়। পরে উপজেলা পরিষদ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। প্রথমেই রাষ্ট্রের পক্ষে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকী। পরে তাড়াইল থানা পুলিশ কর্মকর্তা সাব্বির রহমান, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা সহ নানা শ্রেণী পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন শেষে পুলিশের একটি চৌকস দল বিউগলের করুণ সুরে শহীদদের গার্ড অব অনার জানান।

এছাড়াও দিনটি পালনে উপজেলা প্রশাসনের আয়োজনে তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় মেলা, মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদানসহ ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।