নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: , আপলোডের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

নান্দাইলে অপহরণ ধর্ষন ও খুনের ঘটনায় ৬জনের নামে হত্যা মামলা

ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের কচুরী গ্রামের আবুল কালামের মাদ্রাসা পড়ুয়া ১০ম শ্রেনীর ছাত্রী পাপিয়াকে জোরপূর্বক তুলে নিয়ে ৩মাস আটকে রেখে ধর্ষন ও নির্যাতনের শিকার হয়ে গত ১৬ই ডিসেম্বর মৃত্যু বরণ করে।

উক্ত ঘটনায় নান্দাইল মডেল থানায় ১৯ ডিসেম্বর রাতে ৬জনের নামে একটি নিয়মিত খুনের মামলা নথিভূক্ত করা হয়েছে। মামলা নং- ০৬ (১২) ২০২৪ ধারা ৩৪১/৩০২/৩৪ পেনাল কোড।

নিহত পাপিয়ার পিতা মোঃ আবুল কালাম বাদী হয়ে ধর্ষক হোসাইন মিয়া, তার পিতা হানিফ মিয়া, মা রওশনারা, কচুরী চরপাড়া গ্রামের জজের পাপের পুত্র শাহজাহান মিয়া, মৃত আহাম্মদ হোসেনের পুত্র রতন মিয়া, চরপাড়া বগুরীকান্দা গ্রামের তাজু মিয়ার পুত্র গোলাপ মিয়াকে হত্যা মামলার আসামী করা হয়েছে।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহম্মেদ মামলা দায়ের হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, উপ-পরিদর্শক মোঃ মিজানুর রহমানকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। মামলার মূল আসামী হোসাইন সহ অন্যান্য আসামীদের গ্রেফতার করার জোর তৎপরতা অব্যাহত রয়েছে। পুলিশের উধ্বর্তন কর্তৃপক্ষ বিষয়টি অবহিত আছেন এবং তদারক করছেন।