মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে জাতীয়তাবাদি সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর গাইবান্ধা জেলা শাখার আয়োজনে ২১ ডিসেম্বর শনিবার বিকেলে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানের শুরুতেই একটি আনন্দ র্যালি পৌর শহীদ মিনার চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। জেলা জাসাসের আহবায়ক বজলুল করিম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু।
জাসাসের জেলা সদস্য সচিব খান মো. কাওসার ওয়াহিদ সুজনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সহ-সাংগঠনিক অধ্যাপক আমিনুল ইসলাম, জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন, যুগ্ম আহবায়ক ফেরদৌস ফকির, যুগ্ম আহবায়ক অ্যাড. ফরহাদ হোসেন নিয়ন, সদস্য নাহিদ উল্যাহ চৌধুরী, জেলা বিএনপির সভাপতি ডা: মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, জাসাস নেতা শাহিনুর আবেদীন প্রমুখ। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।